২০২৩ সালের বাংলাদেশের বাজারে সবচেয়ে সেরা কয়েকটি মোটরসাইকেল

 প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২২, ০৮:৩৫ অপরাহ্ন   |   যানবাহন , টপ ও বেস্ট

২০২৩ সালের বাংলাদেশের বাজারে সবচেয়ে সেরা কয়েকটি মোটরসাইকেল

বাইক শব্দটির সাথে আমাদের সবার একটি আবেগ জড়িয়ে থাকে। কারণ বাইক একই সাথে যেমন স্ট্যান্ডার্ড তেমনি টাইম সেভার। দ্রুত গতি এবং স্বল্প মেইনটেইন খরচ হওয়ার কারনে বাইকের প্রতি মানুষের আকর্ষণ বেশি। আজকাল আসে পাশে খেয়াল করলেই আমরা দেখতে পাবো প্রায় সবাই হয় বাইক ইউজ করে নয়তো ভবিষ্যতে কেনার প্ল্যান করে রেখেছে। বাংলাদেশে সিসি লিমিট থাকার কারনে আমরা চাইলেই বাইরের দেশ থেকে পছন্দের বাইক ইমপোর্ট করতে পারব না। তবে বর্তমানে বাংলাদেশে ইউজ এবং মেইনটেইন খরচ এসব দিক বিবেচনা করে কোন কোন বাইক বেস্ট তা নিয়ে আমাদের এই আয়োজন। আপনি যদি বাংলাদেশের আসন্ন মোটরসাইকেলগুলোর মধ্যে কোনো একটি কেনার পরিকল্পনা করে থাকেন এবং বিভিন্ন দোকান বা শো-রুমে খোঁজ নিয়ে থাকেন, তাহলে AponHut.com-এ লগ ইন করে বাইক  ক্রয় করতে পারেন।  

চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সেরা কয়েকটি বাইকের সমন্ধেঃ-

Yamaha R15 V3.0


একে বর্তমানে বাংলাদেশের সব থেকে সুন্দর বাইক বলা হয়। R15 v3 এর ডিজাইন অনেক বেশি আধুনিক এবং অনেক কমফোর্টেবল।। এতে স্পোর্ট বাইকের সিটের স্টাইল দেওয়া আছে যা এতে এক অন্যরকম লুক অ্যাড করেছে। এছাড়া এর ফুয়েল ট্যাঙ্ক R1 এর থেকে বড় এবং দেখতে মনে হবে এতে এক্সট্রা মাস্কিউলার পার্ট যোগ হয়েছে। মোটকথা R15 v3 একটি সুপরিচিত স্পোর্টস বাইক যা স্পোর্টস এবং পার্সোনাল উভয় কাজেই ইউজ করা। বাংলাদেশের বাজারে এই বাইক আসলে সম্ভাব্য দাম হতে পারে ৪,৮৫,০০০ থেকে ৪,৯৫,০০০ টাকার মধ্যে।  মোটরবাইক  পেইজে গিয়ে আপনার পছন্দের বাইক ক্রয় করতে পারেন। 


Yamaha FZX


  Yamaha FZ-X 150 এর বিশেষ বিশেষ ফিচারসূমহের মধ্যে রয়েছে কমফোর্টেবল নিও-রেট্রো ডিজাইন,BI-ফাংশনাল LED হেড লাইট ডিআরএল,এবিএস,টু-স্টেপ টাক এন্ড রোল সিট,ব্লক প্যাটার্ন টায়ার,উন্নত সাসপেনশন,সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সুইচ,নতুন এলসিডি মিটার,আন্ডার কাউল। Yamaha FZX বাংলাদেশের বাজারে সম্ভাব্য দাম হতে পারে ২,৮০,০০০ টাকা থেকে ২,৯০,০০০ টাকা। 

TVS Apache RTR 165 RP


এডিশনাল ফিচারস হিসেবে আছে সিংগেল চ্যানেল এবিএস। ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ১৬৫ সিসি এফআই ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 19.2 PS@10000 rpm এবং ম্যাক্স টর্ক 14.2 Nm@8750 RPM উৎপন্ন করতে পারে। বাংলাদেশের বাজারে যদি এই বাইক আসে তাহলে এই বাইকের সম্ভাব্য দাম হতে পারে ২,৩০,০০০ টাকা থেকে ২,৩৫,০০০ টাকা।

Bajaj CT 110 X


নতুন এই Bajaj CT 110 X বাইকে থাকবে সম্পুর্ন নতুন ডিজাইন এবং কালার কম্বিনেশন। এদিকে এই বাইকের সামনে হেডল্যাম্প থেকে শুরু করে পেছনের টেল ল্যাম্প পর্যন্ত সব কিছুতেই নতুন ডিজাইনের ধারণা দেওয়া হয়েছে যা একজন রাইডারকে খুব ভালোভাবে আকৃষ্ট করতে সক্ষম। বাংলাদেশের বাজারে এই বাইক এর সম্ভাব্য দাম হতে পারে ১,১০,০০০ থেকে ১,১৫,০০০ টাকার মধ্যে। 

Suzuki Avenis


সুজিকি বরাবরই বাজেট স্কুটার অফার করে থাকে যা ব্যবহারকারীদের সকল প্রয়োজনীয়তা পূরণ করতে সক্ষম, এবং এভেনিস এই তালিকার নতুন সংযোজন। ব্যবহারকারীদের পর্যাপ্ত আরাম নিশ্চিত করার জন্য এই স্কুটারটিতে, ইঞ্জিন কিল সুইচ, চার্জিং সকেট এবং শাটার লক সিস্টেমের মতো দারুণ কিছু বৈশিষ্ট্য রয়েছে। বাংলাদেশের বাজারে এই বাইক এর সম্ভাব্য দাম হতে পারে ১,৮০,০০০ থেকে ১,৯০,০০০ টাকার মধ্যে।  

পরিশেষেঃ

বাংলাদেশে পূর্বের তুলনায় স্পোর্টস বাইক গুলো দিন দিন পপুলার হচ্ছে। আগে যেমন মানুষ ফ্যামিলি বাইক গুলো বেশি পছন্দ করতো তা পরিবর্তন হয়ে এদিকে মুভ করছে। সচরাচর বাইক কিনতে গেলে আমাদের মনে নানান ধরনের প্রশ্ন আসে যে কোন বাইক পারফেক্ট হবে।আপনাদের সুবিধার্থে আমরা ২০২3 সালে বাংলাদেশের বেস্ট বাইক নিয়ে যে লিস্ট দিয়েছি তা থেকে সহজেই পছন্দের বাইক নির্বাচন করতে পারবেন। 

আজকের দিনে মোটরসাইকেল চালানো এখন পুরুষ এবং মহিলা উভয়ের জন্য একটি সাধারণ প্রবণতা এবং এই কথাটি মাথায় রেখেই সমস্ত ধরণের প্রয়োজনীয়তা পূরণের জন্য আমাদের তালিকায় স্কুটার রেখেছি। নিঃসন্দেহে এই তালিকার প্রতিটি বাইকই অনন্য, তবে ব্র্যান্ড এবং আউটলুকের ভিত্তিতে পছন্দের ব্যাপারটি অত্যন্ত বিষয়ভিত্তিক। 

নতুন ও পুরাতুন বাইক ক্রয়-বিক্রয় করতে AponHut.com এর সাথে যুক্ত থাকুন ও মোটরসাইকেলর আপডেট সমন্ধে জানুন।