২০২৩ সালের বাজারের সেরা কয়েকটি গাড়ি

 প্রকাশ: ২৩ মে ২০২২, ০৬:৩৯ অপরাহ্ন   |   যানবাহন , টপ ও বেস্ট

২০২৩ সালের বাজারের সেরা কয়েকটি গাড়ি
বাংলাদেশের গাড়ির বাজার খুবই বৈচিত্র্যময়। বর্তমান সময়ে দিন যাচ্ছে তো প্রতিনিয়ত গাড়ির চাহিদা বেড়েই চলছে মানুষের। তেমনি গাড়ি কোম্পানিগুলো ও বসে নেই নতুন নতুন মডেলের বিলাসবহুল গাড়ি বাজারে নিয়ে আসছে, যা সহজেই মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই গাড়ি গুলো। তবে আমাদের দেশে প্রতি বছরই গাড়ির ব্যবহার বেড়েই চলছে। পাশাপাশি গাড়িগুলোর দাম তো বেড়েই চলছে।  

চলুন জেনে নেওয়া যাক ২০২৩ সালের সেরা কয়েকটি গাড়ি সমন্ধেঃ 
নিশান ম্যাগনাইট:



অত্যাধুনিক প্রযুক্তির তৈরিতে এই বিলাসবহুল গাড়িটি। এই গাড়িতে ৯৯৯ সিসির ৩ সিলিন্ডার সুবিধার গাড়িটির প্রতি লিতার জ্বালানিতে ১৭ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। গাড়িটির ওজন ১হাজার ৩৯ কেজি। গাড়িটির বাজার মূল্য ৩০ লাখ ৫০ হাজার টাকা।

সুজিকি আল্টো ৮০০: 



আপনি যদি সাশ্রয়ী বাজেটের মধ্যে গাড়ি কিনতে চান তাহলে সুজিকি আল্টো ৮০০ আপনার জন্য সেরা একটি গাড়ি। এই গাড়িটিতে রইয়েছে ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সুবিধা। বর্তমানে গাড়িটি বিভিন্ন রঙের পাওয়া যাচ্ছে। গাড়িটির বাজার মূল্য  ৮ লাখ ৬৫ হাজার টাকা।

সুজুকি সুইফট:



সুজুকি সুইফট  গাড়ি গ্রেসিভ স্টাইলিং, স্পোর্ট লুক ওন পাওয়ার-প্যাকড পারফরম্যান্সের মাধ্যমে এই গাড়িটি নতুন লুকে বাজারে এসেছে। এই নতুন সুফইট গাড়িটি বাজারে ৬ রঙের পাওয়া যাবে। গাড়িটির  বাজার মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা।

টয়োটো হাইএস:



টয়োটো হাইএস অত্যাধুনিক একটি গাড়ি। এই গাড়িতে পর্যাপ্ত যাত্রীধারন ক্ষমতাসম্পন্ন একটি বিলাসহুল গাড়ি। যাত্রার সময় আরামদায়ক অভিজ্ঞতার জন্য দেওয়া হয়েছে হেলানো সিট। গাড়িটির বাজার মূল্য ৪৫ লাখ টাকা।

মিতসুবিশ আউটল্যান্ডার পিএইচিভি:



হাইব্রিড শক্তি ও সাশ্রয়ী জ্বালানীর সংমিশ্রণে মিতসুবিশ আউটল্যান্ডার পিএইচিভি। গাড়িটি বড় আকারের একটি পরিবারে চাহিদা পূরণ করতে সক্ষম। এই গাড়িটি পরিবেশ বান্ধব ও ইলেক্ট্রনিক কার হিসেবে পরিচিত। এই গাড়িটির বাজার মূল্য ৫৯ লাখ টাকা।

পরিশেষেঃ 
আগামী দিনে গাড়ি কোম্পানিগুলো আরও নতুন নতুন মডেলের গাড়ি বাজারে ছাড়তে পারে। যা পরিবেশ ও দেশের উন্নয়নে ভূমিকা পালন করবে আমরা আশা করি। 
বাংলাদেশের গাড়ির বাজার সমন্ধে জানতে ও গাড়ি ক্রয় করতে আপনহাট.কম এর সঙ্গেই থাকুন।