ঋতুরাজ বসন্তে ভালোবাসা দিবস

 প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২২, ০৭:১০ অপরাহ্ন   |   ফ্যাশন ও সৌন্দর্য

ঋতুরাজ বসন্তে ভালোবাসা দিবস

প্রকৃতিতে ফাল্গুনের হাওয়া, বাতাসে বসন্তের উন্মাদনা ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতি সেজেছে বর্ণিল সাজে গাছে গাছে রঙিন ফুল জানান দিচ্ছে, বসন্ত এসে গেছে বসন্ত বাতাসে মনে জাগে ভালোবাসাও এবার বসন্তবরণ ভালোবাসা দিবস পালন করা হচ্ছে একই দিনে গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা প্রকৃতিও আগুনরঙা ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে সব মিলিয়ে প্রকৃতি জানান দিচ্ছে আজ পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস।

ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত’-কবি সুভাষ মুখোপাধ্যায়ের মতো কাব্য করে কে আর এর চেয়ে ভালো বসন্ত ফুলের কথা বলতে পারে? তবে শূন্য পাতার পূর্ণ ফুলে উচ্ছ্বসিত গোলাপি লাজুক রূপ যে না দেখেছে, সে আসলে কখনোই বুঝবে না পুষ্প-পাগলপারা বসন্তকে

ঋতুরাজের হাত ধরে এসেছে ভালোবাসা দিবস আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস যদিও ভালোবাসা ক্ষণিকের নয়, ভালোবাসা চিরন্তন ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার নয়- শুধু স্বামী-স্ত্রীর নয়, এই ভালোবাসা বয়সের ফ্রেমে বাঁধা নয়, এটা প্রসারিত হয় বন্ধু-বান্ধব, পরিচিতজনসহ সবার মাঝেই

ফাগুনের আগুনে, মন রাঙিয়ে বাঙালি তার দীপ্ত চেতনায় উজ্জীবিত হচ্ছে আজ বাসন্তী রঙের শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নূপুর, খোঁপায় ফুল অথবা রিং জড়িয়ে আজ বেরিয়ে পড়বেন তরুণীর দল প্রকৃতির সঙ্গে নতুন সাজে সাজবেন তারাও তাদের উচ্ছ্বাস মনে করিয়ে দেয় কবির কবিতার লাইনফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত

বাংলা একাডেমির সংস্কার করা বর্ষপঞ্জির হিসাবে ফাল্গুনের প্রথম দিনটি মিশেছে ভালোবাসার দিনে ঋতুরাজ বসন্ত আর ভালোবাসা দিবস বাঙালির মনের ভালোবাসা আর উচ্ছ্বাসের কোনো কমতি রাখেনি এই দিনে প্রায় সবার হাতে হাতেই সৌন্দর্য আর ভালোবাসার প্রতীক ফুল শোভা পায়

তবে বসন্ত কেবল প্রেমের ঋতু নয় এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির দ্রোহের ইতিহাসও এমনই এক বসন্তে বাঙালি ভাষার জন্য আন্দোলন করেছিল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি দিনটি ছিল ফাল্গুন সেদিন মাতৃভাষার  মর্যাদা রাখতে জীবন দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর

বায়ান্নর ভাষা আন্দোলনের হাত ধরে বাঙালি করেছে বাষট্টির শিক্ষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের অসহযোগ আন্দোলন আর মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। সেদিক থেকে দেখতে গেলে বসন্তে রোপিত হয়েছিল বাংলাদেশের জন্মের বীজ

এবারের বসন্ত নতুন জীবনীশক্তিতে প্রকৃতি প্রাণকে ভরিয়ে তুলুক বসন্তের দোলা লাগুক বনে, মনে উল্লসিত মন গেয়ে উঠুক, ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে

AponHut.com এর পক্ষ থেকে বিশ্ব ভালোবাসা দিবসে সকল মানুষের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা লাল গোলাপ শুভেচ্ছা!