ঈদের কেনাকাটা

 প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ০৪:৫৯ অপরাহ্ন   |   ফ্যাশন ও সৌন্দর্য , টিপস ও গাইড

ঈদের কেনাকাটা

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ চলে আসছে। আর কিছুদিন বাদেই পবিত্র ঈদুল ফিতর।

নতুন পোশাক-আশাক ছাড়া যেন ঈদ অপূর্ণ থেকে যায়। শুধু পোশাকই নয়, ঈদে ঘর সাজানো থেকে শুরু করে ইলেকট্রনিক যন্ত্রপাতিও কেনার প্রতি আগ্রহ দেখা যায়। ঈদ সামনে রেখে তাই বিক্রেতাদের মধ্যেও থাকে নানা আয়োজন। কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ছে সবাই। সারা ঢাকা শহর ঘুরলে দেখা যাবে ঈদের কেনাকাটায় ব্যস্ত গোটা রাজধানীবাসী।

অনেকের কেনাকাটা হয়তো এরই মধ্যে শেষ আবার কেউ কেউ ভাবছেন কখন, কীভাবে, কোথায় কেনাকাটা করবেন? কেনাকাটার আগে ঠিকঠাক প্রস্তুতি না নিলে, দারুণ বিড়ম্বনায় পড়তে পারেন এ সময়। প্রচন্ড গরম ও ভিড়ে তালগোল পাকিয়ে যেতে পারে শপিং লিস্টে। শেষমেশ ফলাফল যেটা দাঁড়াবে, ঈদ শপিং উচ্ছ্বাসের বদলে বয়ে আনবে যন্ত্রণা। তাই ভাবনা ঝেড়ে ফেলে জেনে নিন কীভাবে সহজেই সেরে ফেলতে পারবেন এবারের ঈদ কেনাকাটা। 

প্রথমত, ঈদের কেনাকাটার আগেই লিস্ট করে নেয়া ভালো। এতে সব কাজ গুছিয়ে করা যায়। তাই কিনতে যাওয়ার আগেই বাসায় বসে লিস্ট করে ফেলার পাশাপাশি ঠিক করে নিন কোথা থেকে কি কিনবেন জায়গাগুলো আলাদা আলাদা হলে ভিন্ন ভিন্ন দিনে যাওয়ার প্ল্যান করুন। একই দিনে দুটি জায়গায় যাওয়ার পরিকল্পনা না করাই ভালো। বাজেট নির্ধারণ করাটাও জরুরি। কোন খাতে কত খরচ করবেন সম্ভব হলে লিস্টের পাশে তাও ছোট করে লিখে ফেলুন। তাতে কেনাকাটায় সুবিধা হবে। আর কেনাকাটার জন্য উপযুক্ত সময় বেছে নিন। বেছে বেছে ভালো জিনিসটা কিনতে চাইলে শপিংয়ের জন্য একটি পারফেক্ট সময় আপনার সব রকমের ঝামেলা বাঁচিয়ে দেবে। এ ক্ষেত্রে অবশ্যই হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হবেন। কারণ তাড়াহুড়ো করতে গেলে কোনো কাজই ঠিকমতো করা যায় না। তাই এমন একটা সময় বেছে নিন যা আপনার জন্য উপযুক্ত। এ ক্ষেত্রে ইফতারের আগে না গিয়ে ইফতারের পরে কেনাকাটায় বের হওয়া ভালো।

দ্বিতীয়ত, কেনাকাটার সময় পরিবারের কাউকে সঙ্গে নিয়ে যেতে পারেন। আবার অভিজ্ঞ কোনো বন্ধুকেও সঙ্গে রাখতে পারেন। এতে শপিংয়ের বোরিং ভাব থেকে মুক্তিসহ তার কাছ থেকে ভালো আইডিয়াও পাবেন। অনেকসময় চেকলিস্ট ঠিকাঠাক রাখলেও ছোটখাটো ঝামেলা থেকেই যায়। আমরা প্রায়ই বুঝতে পারি না কাকে কী দেব?

অনলাইনে কেনাকাটা বাংলাদেশে যদিও এখনো মূলধারায় মিশতে পারেনি, তবে ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। ই-কমার্স ওয়েবসাইটগুলোতে প্রতিবছরই বাড়ছে ঈদের কেনাকাটার হার। গত বছর আর এবারের ঈদের কেনাকাটার পরিমাণ তুলনা করলেও তা বোঝা যায়। লেনদেনের পরিমাণ বেড়েছে দেড় থেকে দ্বিগুণ। প্রতি লেনদেনে খরচ করা অর্থের পরিমাণও বাড়ছে। ই-কমার্স ওয়েবসাইট ও বড় ব্র্যান্ডের ই-শপগুলো তাই এবারের ঈদ খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে।

ঈদ উপলক্ষে আড়ং তাদের অনলাইনে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছে। আড়ংয়ের ওয়েবসাইটে শাড়ি, কুর্তা, সালোয়ার-কামিজ, ছেলেদের পায়জামা-পাঞ্জাবি, গয়না, জুতাসহ বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে। পোশাক কেনাকাটায় ঈদ আয়োজনের সবচেয়ে বেশি আনন্দ।

ফ্যাশন হাউস জেন্টলপার্ক অনলাইনে পোশাক বিক্রি করবে বলে ঘোষণা দিয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে প্রতিষ্ঠানটি পণ্য ডেলিভারি দেবে। ঢাকা ও চট্টগ্রামে দিনে দিনে নিজস্ব ডেলিভারিম্যানদের সহায়তায় ডেলিভারি দেবে।

সারা লাইফস্টাইল তাদের ওয়েবসাইটে রেখেছে মেয়েদের জন্য পার্টি ওয়্যার সিঙ্গেল পিস, পার্টি ওয়্যার থ্রি-পিস, এক্সক্লুসিভ শাড়ি, প্রিন্টেড শাড়ি, কুর্তি, প্রিন্টেড থ্রি-পিস, ফ্যাশন টপস এবং ডেনিম। সারার এ আয়োজনে ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, চিনো প্যান্ট, জগার্স, কার্গো প্যান্ট, ডেনিম প্যান্ট, পায়জামা। তবে সারার ঈদ আয়োজনে এবার অন্যতম আকর্ষণ হিসেবে আছে ফুল ফ্যামিলি কালেকশন—পাঞ্জাবি, থ্রি-পিস, শাড়ি, টি-শার্ট, পোলো শার্ট।

পরিশেষেঃ 
ঈদ উপলক্ষে অনলাইনে কেনাকাটা করতে পারেন অঞ্জন’স, কে ক্রাফট, ক্যাটস আই, রিচম্যান, ইয়েলো, এক্সট্যাসি, দর্জিবাড়ি ইত্যাদি ব্র্যান্ড থেকে। শুধু ওয়েবসাইট নয়, ফেসবুকে তাদের পেজে গিয়েও আপনি কেনাকাটা করতে পারবেন, অর্ডার দিতে পারবেন, এমনকি কথাও বলে নিতে পারবেন।